আইফোন ১৪’র ক্যামেরায় বড় পরিবর্তন আনবে অ্যাপল, থাকবেনা মিনি
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
২০২২ সালে আইফোনের ক্যামেরা সেট-আপে বড় পরিবর্তন আনতে পারে টেক জায়ান্ট অ্যাপল। এমনটাই জানিয়েছেন অ্যাপল বিশেষজ্ঞ মিং চি কুয়ো। নতুন এক প্রতিবেদনে কুয়ো জানান, আইফোন ১৪ প্রো ও আইফোন প্রো ম্যাক্সে প্রাথমিক ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। যেখানে বর্তমান আইফোন ১২ সিরিজে আছে ১২ মেগাপিক্সেল।
কুয়োর লেখা উদ্ধৃত করা ৯টু৫ম্যাক এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামেরা ছাড়াও আইফোনের ডিসপ্লেতে আসছে বড় পরিবর্তন। আইফোন ১৪ থেকে ৫.৪ ইঞ্চির ডিসপ্লে থাকবেনা। অর্থাৎ আইফোন ১৩ তেই ‘মিনি’ সিরিজ শেষ হতে যাচ্ছে।
মিং চি কুয়ো জানান, আইফোন ১৪ সিরিজে দুই ধরনের ডিসপ্লে থাকবে। একটি হবে ৬.১ ইঞ্চির, অন্যটি ৬.৭ ইঞ্চির।
আইফোন ১২ মিনি বিক্রি কম হওয়ায় তা উৎপাদন বন্ধ করে দিয়েছে অ্যাপল। এই ভার্সনটি তাদের জন্য বানানো হয়েছিল বড় বেশি স্পেসিফিকেশন চান কিন্তু বড় ডিসপ্লে চান না। এখন দেখা যাচ্ছে মানুষ আইফোন মিনি কিনছে কম। তাই এই ৫.৪ ইঞ্চির ডিসপ্লে ভার্সন বাজারে আনবেনা অ্যাপল।