জিতেও চ্যাম্পিয়ন্স লীগ থেকে বাদ বায়ার্ন-পোর্তো
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২২ এএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার আপডেট: ১০:২৪ এএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার
প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) বিপক্ষে বায়ার্ন মিউনিখের ম্যাচের হিসেবটা বেশ জটিল। জার্মান জায়ান্টরা এক সাথে জিতেছে, ড্র করেছে এবং হেরেছে। আশ্বর্য মনে হলেও ফুটবলের দুই লেগের খেলায় প্রতিপক্ষের মাঠে বেশি গোল দেয়ার সুবাদে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে পা রাখলো পিএসজি।
স্থানীয় সময় মঙ্গলবার (১৩ এপ্রিল) প্যারিয়ে ১-০ গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ৩-২ গোলে হারায় স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। কিন্তু অ্যাওয়ে গোলে পিছিয়ে থাকা হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় হেনসি ফি্লকের দলকে।
সফরকারীদের জন্য লক্ষ্য ছিল অন্তত দুই গোলের ব্যবধানে জয়। কিন্তু এমবাপে-নেইমার যদি ঠিকমতো জাল খুঁজে নিতেন তাহলে বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হতো লেভানডোস্কিদের। সাথে গোলরক্ষক নয়্যারের দুর্দান্ত কিছু সেভও অবদান রেখেছে।
পিএসজির আক্রমণ তোপের মুখেই গোল আদায় করে নেয় বায়ার্ন। ৪০ মিনিটে ডেভিড আলাবা জোরালো শট কেইলর নাভাস ঠেকালে বল উপরে যায়। সে বলে মাথা ছুঁইয়ে সফরকারীদের আশা বাড়িয়ে দেন চুপো মোটিং।
দ্বিতীয়ার্ধেও সমান ধার রেখে খেলে স্বাগতিকরা। কিন্তু ৫৩ মিনিটে নেইমার আবারও ব্যর্থ হন স্লাইডে পা ছোঁয়াতে। আর ৭৮ মিনিটে এমবাপে গোল দিলেও তা বাতিল হয় অফসাইডের বাঁশি বাজানোয়। তবে গোল মিসের মহড়া হলেও হতাশ হতে হয়নি পিএসজি। বায়ার্ন আর গোল না পাওয়ায় টানা দুই মৌসুম শেষ চার নিশ্চিত করলো ফরাসি জায়ান্টরা।
সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি ও বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে নেইমাররা।
অন্য ম্যাচে চেলসির বিপক্ষে জয় পেয়েছে এফসি পোর্তোও। কিন্তু প্রথম লেগে এরচেয়ে বড় ব্যবধানে জেতায় সাতবছর বছর পর চ্যাম্পিয়ন্স লীগের শেষ চারে পা রাখে থমাস টুখেলের দল।
স্থানীয় সময় মঙ্গলবার (১৩ এপ্রিল) ১-০ ব্যবধানে হেরেছে চেলসি। কিন্তু প্রথম লেগে ২-০ ব্যবধানে জেতায় সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ইংলিশ ক্লাবটির। যেখানে রিয়াল মাদ্রিদ বা লিভারপুলের মুখোমুখী হবে তারা।
ম্যাচের প্রথমার্ধ কাটে একদমই ম্যাড়ম্যাড়ে। কোন দলই শট লক্ষ্যে রাখতে পারেনি। দ্বিতীয় লেগে কয়েকবার সুযোগ তৈরি করলেও গোল পায়নি দুই দলই। পরবর্তীতে যোগ করা সময়ে মেহদি তারেমির গোলে সান্তনার জয় পায় পর্তুগিজ ক্লাব পোর্তো।