টোকিও অলিম্পিকে অংশ নেবে না উত্তর কোরিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ এএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার
করোনা ভাইরাসের কারণে জুলাইতে অনুষ্ঠিত হতে চলা টোকিও অলিম্পিকে অংশ নেবে না উত্তর কোরিয়া। সোমবার (৫ এপ্রিল) দেশটির ক্রীড়ামন্ত্রী বিবৃতে এই তথ্য জানানো হয়।
ডিপিআর কোরিয়া নামক ওয়েবসাইটে প্রকাশিত বিৃবতিতে তিনি জানান, উত্তর কোরিয়ার অলিম্পিক কমিটি সিদ্ধান্ত নিয়েছে করোনা ভাইরাসের কারণে চলমান বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি থেকে অ্যাথলেটদের সুরক্ষা দিতে টোকিও অলিম্পিকে অংশ নেয়া হবে না।
সোমবার (৫ এপ্রিল) তার বিবৃতি প্রকাশ হলেও উত্তর কোরিয়া অলিম্পিক কমিটির বৈঠকটি ২৫ মার্চ হয়েছিল।
এর সাথে অবশ্য কূটনৈতিক কারণও আছে। এই অলিম্পিকে অংশ নিলে আবারও পরমাণু অস্ত্র নিয়ে আবারও আলোচনার সুযোগ পেতো প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া।
সর্বশেষ শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অ্যাথলেটদের সাথে গিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং। সেখানে উপস্থিত হয়ে তার সাথে সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট মুন জে ইন।
আর তারপরেই পরমাণু অস্ত্রের বিষয়ে কয়েক দফা বৈঠকে বসতে হয় উত্তর কোরিয়াকে। এমনকি সাবেক যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন কিম জং উন।
এমন ঘটনা এড়ানোর বিষয়টিও এমন সিদ্ধান্তের পিছনে কাজ করেছে বলে মন্তব্য করেন উত্তর কোরিয়ার ক্রীড়ামন্ত্রী।