৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস!
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার
৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর মোবাইল নম্বর ও আরও কিছু ব্যক্তিগত তথ্য হ্যাকারদের একটি ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। এমনটাই জানিয়েছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ এই তথ্য প্রকাশ করা হয়।
হাডসন রকের সাইবার গোয়েন্দা ফার্মের প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যালোন গাল জানিয়েছেন, ব্যক্তিগত তথ্য প্রকাশ হওয়া ব্যক্তিদের মধ্যে ৩ কোটি ২০ লাখ যুক্তরাষ্ট্রের, ১ কোটি ১০ লাখের মতো যুক্তরাজ্যের এবং বাকি প্রায় ৬০ লাখ ভারতের।
ব্যক্তিগত তথ্যের মধ্যে অন্তত তাদের পুরো নাম, ঠিকানা, অবস্থান, জন্মদিন, ইমেইল এড্রেসে, ফোন নম্বর এবং সম্পর্ক বিষয়ক তথ্য আছে বলেও তিনি জানান।
সিএ্নএন বিজনেসকে হাডসন রক ফার্ম দেখায় যে, এখানে কর্মরত দুই সাংবাদিকের ব্যক্তিগত তথ্যও সে ওয়েবসাইটে আছে। ইনসাইডার নামক অনলাইন পোর্টালে এই তথ্য প্রথম প্রকাশ করা হয়।