মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ৪ এপ্রিল ২০২১ রোববার আপডেট: ০২:১১ এএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন। এর মধ্যে সরকারি মেডিক্যাল কলেজগুলোর জন্য নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৩৫০ জন। নির্বাচিতদের মধ্যে চলমান শিক্ষাবর্ষের রয়েছেন ৩ হাজার ৯৩৭ জন। আগের শিক্ষাবর্ষের ৪১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট: www.dghs.gov.bd এ পাওয়া যাবে এই ফল। রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর। এর আগে শুক্রবার (২ এপ্রিল) সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে দেশের ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১০০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন। আবেদন করেছিলেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী। মোট পাসের হার ৩৯.৮৬ শতাংশ।
করোনাভাইরাস মহামারির মধ্যেই মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা নেয়ায় সমালোচনার মুখে পড়ে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ করে এক বেঞ্চে তিনজন করে শিক্ষার্থী বসিয়ে পরীক্ষা নেয়া, পরীক্ষার আগে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে ঢোকা, পরীক্ষা শেষে শিক্ষার্থী-অভিভাবকদের সমাগম জনসমুদ্রে রূপ নেয়া নিয়ে প্রশ্ন তোলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।