অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

একাদশের অনলাইন ক্লাস উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ৪ অক্টোবর ২০২০ রোববার   আপডেট: ০১:৫৪ পিএম, ৪ অক্টোবর ২০২০ রোববার

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের  অনলাইনে ক্লাস শুরু হলো আজ রবিবার ( ৪ অক্টোবর)। ক্লাস উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে সব কলেজে অনলাইনে ক্লাস নেয়ার ব্যবস্থা নিতে আগেই চিঠি দিয়েছে শিক্ষাবোর্ডগুলো। 

রবিবার ( ৪ অক্টোবর) শিক্ষামন্ত্রী দীপু মনি অনলাইন ক্লাসের উদ্বোধন করবেন। ঢাকা কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, নানা প্রতিবন্ধকতা থাকার পড়েও অনলাইনে ক্লাস শুরু  করা সম্ভব হলো। এটি সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশের জন্য । তিনি বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে গড়ে তুলতে শিক্ষার্থীদের আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আধুনিক প্রযুক্তির যুগে সব তথ্যই সবার হাতের কাছে। তাই শিক্ষকদের জ্ঞানের উৎস ভাবার পাশাপাশি আদর্শ গাইড হিসেবেও ভাবতে হবে। শিক্ষকরা আগামী প্রজন্মকে দক্ষ পথ প্রদর্শকের মতই এগিয়ে নেবেন।

এদিকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। তবে, রেজিস্ট্রেশন করার আগে ভর্তি নিশ্চিত করতে হবে।

এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯-এর কারণে শ্রেণীকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয়, সে উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চার অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়।