অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মার্টিনেজকে দলে নিতে আবারও পরিকল্পনায় বার্সা

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৪৫ এএম, ৩১ মার্চ ২০২১ বুধবার   আপডেট: ১০:৫৯ এএম, ৩১ মার্চ ২০২১ বুধবার

ইন্টার মিলান স্ট্রাইকার লওতারো মার্টিনেজকে দলে নেয়ার বিষয়টি আবারও বিবেচনা করছে বার্সেলোনা। 

গত গ্রীষ্মেই মার্টিনেজের বার্সেলোনায় আসা অনেকটা নিশ্চিত ছিল। তার সাথে বেতন নিয়েও আলোচনা সম্পন্ন হয়। কিন্তু করোনার কারণে তার রিলিজ ক্লজ ১১১ মিলিয়ন ইউরো পরিশোধ করতে কারেনি কাতালানরা। 

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে স্পেনে যাওয়া যে সময়ের ব্যাপার ছিল তা জানান এই আর্জেন্টাইন। তবে সব ভুলে ইন্টারেই থাকার আগ্রহ দেখান তিনি। 

তবে রেস১ এর দাবি সত্য হলে সিরিআ  ছেড়ে লা লিগায় যোগ দিতেও পারেন মার্টিনেজ। কারণ প্রধান টার্গেট বরুসিয়া ডর্টমুন্ডের আরলিং হালান্ডকে নিতে পারলে মার্টিনেজকেই দ্বিতীয় পছন্দ হিসেবে রাখছে বার্সা। 

মেসির সাথে জাতীয় দলে একসাথেই খেলেন ২৩ বছর বয়সী মার্টিনেজ। তাকে দলে নিয়ে মেসিকে খুশি রাখার কথা ভাবছে ব্লাউগ্রানারা। 

তবে সবকিছু এত সহজ হবে না। কেননা বার্সা এখন চরম অর্থ সংকটে ভুগছে। নগদ অর্থ দিয়ে বড় খেলোয়াড় কেনার সামর্থ্য আপাতত নেই এই স্প্যানিশ জায়ান্টদের। তাই সব হিসাব মিলবে কোন খেলোয়াড় বদলা বদলি হলেই।