২০২৪ সালে চ্যাম্পিয়ন্স লীগ হবে ৩৬ দলের!
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার আপডেট: ০৬:২০ পিএম, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার
২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা হাতে বায়ার্ন মিউনিখ।
২০২৪ সাল থেকে চ্যাম্পিয়ন্স লীগের ফরম্যাট পরিবর্তন করতে সম্মত হয়েছে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। দীর্ঘ দুই বছর ধরে আলোচনায় থাকা বিষয়টি মঙ্গলবার (৩০ মার্চ) চূড়ান্ত করা হয়েছে। এখন কেবল উয়েফা নির্বাহী কমিটির সই নেয়া বাকি।
২০২৪ সালে ৩২টির পরিবর্তে চ্যাম্পিয়ন্স লীগে দল থাকবে ৩৬ টি। সাথে দুটি দলের সুযোগ থাকবে ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি নেয়ার। ওয়াইল্ড কার্ড এন্ট্রি কাদের জন্য বিবেচিত হবে সে বিষয়ে বলা হয়েছে, যে দলগুলোর আগের চ্যাম্পিয়ন্স লীগ খেলা বা পারফর্ম করার রেকর্ড আছে। তারা লিগের নির্ধারিত অবস্থানে থাকতে না পারলেও অতীত বিচারে জায়গা পাবেন।
উদাহরণস্বরূপ, বর্তমানে প্রিমিয়ার লিগে লিভারপুলের অবস্থান সপ্তম। এমন হলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ খেলতে পারবে না অল রেডরা। কিন্তু ২০২৪ সালে এমন সুযোগ থাকবে।
এছাড়া নতুন ফরম্যাটে এখনকার গ্রুপ পর্ব থাকবে না। প্রস্তাবটি পাস হলে প্রতিটি দল ভিন্ন ভিন্ন শক্তির প্রতিপক্ষের সাথে খেলবে। এবং সামগ্রিক ফলাফল মিলে একটি পয়েন্ট টেবিল হবে। পয়েন্ট তালিকায় প্রথম আটে থাকা দল সরাসরি চলে যাবে নক-আউট পর্বে। ৯ম থেকে ২৪ তম দল প্লে-অফ খেলে জায়গা পাবে শেষ ১৬ তে। বাকি দলগুলো বাদ যাবে।
এই প্রস্তাবটি দিয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক ও বর্তমানে আয়াক্সের প্রধান নির্বাহী এডউইন ভেন ডার সার। তবে জোর বিরোধীতাও করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। কারণ নতুন ফরম্যাটে আলাদা সপ্তাহ রিজার্ভ করতে হবে দলগুলোকে।