লা লিগায় যেতে আপত্তি নেই সালাহ’র
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার আপডেট: ০৪:১১ পিএম, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার
মোহাম্মদ সালাহ’র রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে কম আলোচনা হয়নি। সম্প্রতি লা লিগায় যেতে আপত্তি নেই জানিয়ে সে আলোচনায় আবারও রসদে জোগালেন এই মিশরি ফরোয়ার্ড।
২০১৭ সালে রোমা থেকে মো. সালাহ’কে কিনে নেয় লিভারপুল। তারপর অল রেডদের হয়ে ১৯২ ম্যাচে ১১৯ গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড। দলকে জিতিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লীগ।
চলতি মৌসুমে দল ভালো না করলেও নিজের পারফরম্যান্স ধরে রেখেছেন সালাহ। করেছেন ৪০ ম্যাচে ২৫ গোল।
প্রিমিয়ার লিগ শিরোপা থেকে অনেকটাই ছিটকে যাওয়ার পর লিভারপুল এখন মনযোগ দিয়েছে চ্যাম্পিয়ন্স লীগে। যেখানে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মোকাবেলা করবে জার্গেন ক্লপ শিষ্যরা।
বার্নাব্যুতে প্রথম লেগের আগে স্প্যানিশ মাধ্যম মার্কা থেকে প্রশ্ন করা হয় স্পেনের কোন ক্লাবে যোগ দেয়ার বিষয়ে। সেখানেই সালাহ জানান লা লিগার কোন ক্লাবে যেতে আপত্তি নেই তার।
প্রথমে তাকে প্রশ্ন করা হয় চার বছর পর নিজেকে মার্সিসাইডের অপর কোন ক্লাবে (এভারটন) দেখা যাবে কিনা। তখন সালাহ বলেন, এটা আমার হাতে নেই। ভবিষ্যতে কি হয় তা বলতে পারি না। আর এটা নিয়ে আমি এখন আলোচনাও করতে চাই না।
কিন্তু স্পেনে যাওয়ার প্রশ্নে এই ফরোয়ার্ড ছিলেন বেশ নমনীয়। প্রশ্নোত্তরে জানান, আমি অনেক অনেক বছর ফুটবল খেলে যেতে চাই। স্পেন, কেন নয়? কেউ জানে না ভবিষ্যতে কি হবে। হয়তো কোন একদিন…