খবর
সাহিত্য
মোহাম্মদ শাহ আলম-এর কবিতা ‘ধর্ম মানেই’
মোহাম্মদ শাহ আলম
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার আপডেট: ০৫:৪০ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার
ধর্ম মানেই
মোহাম্মদ শাহ আলম
ধর্ম মানেই সরল পথে চলা
ধর্ম মানেই সত্য কথা বলা
ধর্ম মানেই নিজের আগে
পরের ভালো চাওয়া
ধর্ম মানেই তোমার গায়ে
আমার পাখার হাওয়া।
ধর্ম মানেই তোর বিপদে আমি
তুলতে টেনে ডুবো জলে নামি
ধর্ম মানেই ভাইয়ের জন্য
ভাইয়ের ভালোবাসা
ধর্ম মানেই বোনকে দেখে
মিষ্টি করে হাসা।
ধর্ম মানেই ভালো
ধর্ম মানেই আলো
ধর্ম মানেই প্রার্থণাতে
সবার ভালো চাওয়া
ধর্ম মানেই প্রভুর শানে
অমোঘ বাণী গাওয়া।
ধর্ম মানেই ভাগ করে নিই
একটুখানি আরাম
ধর্ম মানেই লোক-দেখানো
হিংসা গীবত লোক ঠকানো
এসব কিছু হারাম।