ইংল্যান্ডের বিপক্ষে লোভানদোস্কিকে পাচ্ছে না পোল্যান্ড
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার
বিশ্বকাপ বাছাইপর্বে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রবার্ট লেভানদোস্কিকে পাচ্ছে না পোল্যান্ড। ডান হাঁটুতে চোট পাওয়ায় দলের মূল তারকা ছাড়াই মাঠ ছাড়তে হবে পোলিশদের।
রবিবার (২৮ মার্চ) আনদোরার বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে হাঁটুতে চোট পান লেভানদোস্কি। সোমবার (২৯ মার্চ) পা স্ক্যান করার পর জানা যায়, ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে বায়ার্ন মিউনিখ তারকাকে।
পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়, স্ক্যানে দেখা যায় লেভানদোস্কি ডান পায়ের লিগাম্যান্টে চিড় ধরা পড়েছে। ফলে বুধবার (৩১ মার্চ) লন্ডনে অনুষ্ঠিত হতে চলা ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলবেন না দলের অধিনায়ক।
বর্তমানে ফর্মের তুঙ্গে আছে ৩২ বছর বয়সী লেভানদোস্কি। বায়ার্নের হয়ে এই মৌসুমে ইতোমধ্যেই করেছেন ৪২ গোল। জাতীয় দলের জার্সিতেও আনদোরার বিপক্ষে করেন জোড়া গোল। ইংল্যান্ডের বিপক্ষে তাই অস্বস্তি নিয়েই মাঠে নামতে হবে পোল্যান্ডকে।