ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘থাপ্পর’ এর জয়জয়কার, আজীবন সম্মাননায় ইরফান
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০২:১০ পিএম, ২৮ মার্চ ২০২১ রোববার
ভারতের সবচেয়ে জনপ্রিয় অ্যাওয়ার্ড শো ফিল্মফেয়ারে সাতটি পুরস্কার জিতে পুরো আলো কেড়ে নিয়েছে তাপসি পান্নু অভিনীত ছবি ‘থাপ্পর’। এছাড়া ছয়টি পুরস্কার জিতেছে অমিতাভ বচ্চন অভিনীত চলচ্চিত্র ‘গুলাবো সিতাবো’।
শনিবার (২৭ মার্চ) ৬৬ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ২০২০ সালের সেরা চলচ্চিত্র, সেরা নারী অভিনেত্রী, সেরা গল্প, সেরা পুরুষ সঙ্গীতশিল্পী, সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর, সেরা সম্পাদনা ও সেরা সাউন্ড ডিজাইনের পুরস্কার পেয়েছে অনুভব সিনহা পরিচালিত থাপ্পর।
এছাড়া আজীবন সম্মাননা ও সেরা পুরুষ অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রয়াত অভিনেতা ইরফান খান। ‘আংরেজি মিডিয়াম ‘ ছবির জন্য সেরা পুরুষ অভিনেতা পুরস্কার জেতেন তিনি। অনুষ্ঠানে স্মরণ করা হয়েছে আরেক প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকেও।
নিচের উল্লেখযোগ্য ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের তালিকা তুলে ধরা হলো-
সেরা চলচ্চিত্র- থাপ্পর
সেরা পরিচালক- ওম রৌত (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র)
সেরা চলচ্চিত্র (সামলোচক)- ইব আল্লেহ ওহ
সেরা অভিনেতা- ইরফান খান (আংরেজি মিডিয়াম)
সেরা অভিনেতা (সমালোচক)- অমিতাভ বচ্চন
সেরা অভিনেত্রী- তাপসি পান্নু
সেরা অভিনেত্রী (সমালোচক)- তিলোত্তমা সোম
সেরা সহ-অভিনেতা- সাইফ আলি খান (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র)
সেরা সহ-অভিনেত্রী- ফাররুখ জাফর (গোলাবো সিতাবো)
সেরা গল্প- অনুভব সিনহা ও লাগো ওয়াইকুল (থাপ্পর)
সেরা মিউজিক অ্যালবাম -প্রিতম (লুডু)
সেরা লিরিক- গুলজার (ছাপাক)