নিজের আলাদা সামাজিক যোগাযোগ মাধ্যম খুলছেন ট্রাম্প!
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০২:২০ পিএম, ২২ মার্চ ২০২১ সোমবার
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ফেসবুক, টুইটার কিংবা ইন্সটাগ্রামে নয়, নিজেই আলাদা সামাজিক মাধ্যম খুলবেন তিনি।
রবিবার (২১ মার্চ) এমনটাই জানিয়েছেন ট্রাম্পের সাবেক এক উপদেষ্টা। ফক্স নিউজকে জেসন মিলার জানান, আগামী দুই কিংবা তিন মাসের মধ্যেই সামাজিক মাধ্যম নিয়ে ফিরছেন ট্রাম্প।
তিনি আরও বলেন, সবাই অপেক্ষায় আছে ট্রাম্প কি করে (ফেসবুক, টুইটারে ফিরতে) তা দেখার। তবে এবার নিজের আলাদা প্লাটফর্ম বানিয়ে ফিরবেন তিনি।
জানুয়ারির ৬ তারিখে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল হামলায় উস্কে দেয়ার অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার, ইউটিউবসহ আর কয়েকটি সামাজিক যোগাযোগম মাধ্যম।
হোয়াইট হাউজ ছাড়ার পর থেকেই ফ্লোরিডার নিজের মার-এ-লাগো রিসোর্টে অবস্থান করছেন ট্রাম্প। সেখান থেকে খুব একটা প্রাদ প্রদীপের আলোয় আসছেন না তিনি। নিজের সামাজিক মাধ্যম দিয়ে আবারও হয়তো রাজনীতির মাঠ গরম করবেন ট্রাম্প।