এভারটনকে হারিয়ে এফএ কাপের সেমিতে ম্যানচেস্টার সিটি
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১০:৪১ এএম, ২১ মার্চ ২০২১ রোববার
মৌসুমের সব শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলো ম্যানচেস্টার সিটি। এফএ কাপে শেষ দিকের দুই গোলে এভারটনকে হারিয়ে উঠে গেছে সেমিফাইনালে।
শনিবার (২০ মার্চ) এভারটনের মাঠ গুডিসন পার্কে ২-০ গোলে জয় পেয়েছে গার্দিওলার শিষ্যরা। শেষদিকে ইলকাই গুন্দুগান স্কোরশিটে নাম লেখানোর পর জয় নিশ্চিত করে কেভিন ডি ব্রুইন।
এ জয় দিয়ে মৌসুমে চার ট্রপি জয়ের লড়াইয়ে টিকে থাকলো ম্যানসিটি। প্রিমিয়ার লিগে ১৪ পয়েন্ট নিয়ে এগিয়ে আগে সিটিজেনরা৷ এছাড়া ক্যারাবাও কাপে ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ জায়ান্টরা।
প্রথম ২০ মিনিট বল দখল করেই খেলতে চেয়েছে সিটি। এসময় ৮৬ শতাংশ বল ছিল সফরকারীদের দখলে৷ তবে স্রোতের বিপরীতে সুযোগ পেয়ে যায় এভারটন। কিন্তু শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান স্টাইকার রিচার্ডলিসন।
৫৬ মিনিটে প্রথম গোল পেয়ে যেতো সিটি। শট লক্ষ্যও রেখেছিলেন স্টার্লিং তবে ঝাপিয়ে তা ফেরান এভারটন গোলরক্ষক। তবে বেশিক্ষণ আটকানো যায়নি সিটিকে।
৮৪ মিনিটে লাপোর্তের করা হেড লাগে বারে। ফিরতি বলে ডাইভিং হেডে বল জালে জড়ান গুন্দুগান। আর ৯০ মিনিটে রদ্রির পাসে ধরে বুদ্ধিদীপ্ত শটে ঠিকানা খুঁজে নেন ডি ব্রুইন। এর মধ্য দিয়ে টানা তিন মৌসুম এফএ কাপের সেমি নিশ্চিত করলো ম্যানসিটি।