অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দর্শকের সামনেই হবে দুই কোপা দেল রে ফাইনাল

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৭ মার্চ ২০২১ বুধবার   আপডেট: ০৬:১৯ পিএম, ১৭ মার্চ ২০২১ বুধবার

এপ্রিলে হতে যাওয়া দুই কোপা দে রে ফাইনাল খেলা হবে দর্শকের সামনেই।

এপ্রিলে হতে যাওয়া দুই কোপা দে রে ফাইনাল খেলা হবে দর্শকের সামনেই।

এপ্রিলে হতে যাওয়া দুই কোপা দে রে ফাইনাল খেলা হবে দর্শকের সামনেই। বুধবার (১৭ মার্চ) স্প্যানিশ গণমাধ্যম ক্যাডেনা সের-এর প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়। 

দুটি ফাইনালই অনুষ্ঠিত হবে সেভিয়ার মাঠ লা কার্তুজা স্টেডিয়ামে, যার ধারণক্ষমতা ৬০ হাজার। প্রতিবেদন মতে, দুটি ফাইনালেই ২০ থেকে ২৫ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেয়া হবে। অর্থাৎ অন্তত ১৮ হাজার দর্শক মাঠে দেখা যাবে। 

২০১৯-২০ মৌসুমের রিয়াল সোসিয়েদাদ বনাম অ্যাথলেটিক বিলবাও এর ম্যাচটি মাঠে গড়াবে তিন এপ্রিল। আর ১৭ এপ্রিল ২০২০-২১ মৌসুমের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাথলেটিকো বিলবাও। 

দুই দলই দর্শকের সামনে ফাইনাল খেলতে চাওয়ায় স্থগিত করা হয় গত মৌসুমের ফাইনাল ম্যাচ। যেখানে প্রথমবারের মতো অল বস্ক ডার্বির। 

কোপা দেল রে শিরোপা জিতলে ইউরোপা কাপে খেলা নিশ্চিত হতো অ্যাথলেটিক বিলবাও এর। তা সত্ত্বেও শুধু দর্শকের সামনে ফাইনাল খেলতেই ম্যাচটি স্থগিত করে তারা।