বাড়িতেই সেরে উঠছেন টাইগার উডস
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৭ মার্চ ২০২১ বুধবার আপডেট: ০৩:৪৮ পিএম, ১৭ মার্চ ২০২১ বুধবার
গাড়ি দুর্ঘটনার পর কয়েক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাড়িতেই অবস্থান করছেন গলফার টাইগার উডস।
ফেব্রুয়ারিতে গাড়ি দুর্ঘটনার পর কয়েক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাড়িতেই অবস্থান করছেন গলফার টাইগার উডস। এখানেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মার্চ) নিজের টুইটার অ্যাকাউন্টে টাইগার উডস লেখেন, আনন্দের সাথে জানাচ্ছি আমি বাড়ি ফিরেছি এবং সেরে উঠছি। দুর্ঘটনার পর সবার সমর্থন ও ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ।
গত ২৩ ফেব্রুয়ারি লস এঞ্জেলসের রোলিং হিলস এস্টেট সীমান্তে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ব্ল্যাকহর্স রোডের হাউথর্ন বুলেবার্ড দিয়ে উত্তর দিকে যাচ্ছিলেন উডস। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এতে দুই পায়ের হাড় ভেঙে যায় ১৫ বার গলফ মেজর প্রতিযোগিতায় জেতা টাইগার উডসের।
লস এঞ্জেলস টাইমস প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর যে উডস বেঁচে আছেন সেটাই ভাগ্যের ব্যাপার। তাকে খুব সাবধানে গাড়ি থেকে বের করতে হয়েছে।
উডসকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় টোরেন্সের হারবোর ইউসিএলএ মেডিকেল সেন্টারে। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় লস এঞ্জেলসের কেডারম-সিনাই হাসপাতালে। সার্জারি শেষে সম্প্রতি তাকে বাড়ি নেয়া হয়েছে।