চ্যাম্পিয়ন্স লীগ: সহজ জয়ে শেষ আটে রিয়াল-ম্যানসিটি
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৭ মার্চ ২০২১ বুধবার আপডেট: ১০:৪১ এএম, ১৭ মার্চ ২০২১ বুধবার
কোন অঘটন ছাড়াই চ্যাম্পিয়ন্স লীগের বুধবারের (১৭ মার্চ) রাতটি পার হলো। সহজ জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।
দুদলই খেলেছে হোম ম্যাচ। ইতালিয়ান ক্লাব আতলান্টাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল আর জার্মান দল বরুশিয়া মনশেনগ্লাডবেখের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়ে ম্যানসিটি।
প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকা রিয়াল বেনজেমার গোলে এগিয়ে যায়।পরে ব্যবধান বাড়ান সার্জিও রামোস। শেষ দিকে আতলান্টার হয়ে গোলটি করেন লুইস মুরিয়েল। আর লস ব্লাঙ্কোসদের শেষ গোলটি আসে মার্কো অ্যাসেনসিওর পা থেকে।
ম্যাচের শুরুতে অবশ্য সুযোগ পেয়েছিল আতলান্টাই। তবে সফরকারীদের হাতশ করেন রবিন গোসেন্স। ৩৪ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। আতলান্টার রক্ষণ ভুলে বল পেয়ে যান লুকা মডরিচ। এই ক্রোয়েড মিডফিল্ডার বল বাড়িয়ে দেন ফাঁকায় দাঁড়ানো বেনজেমার কাছে। ডান পায়ের নিচু শটে বল জালে জড়ান এই ফরাসি স্ট্রাইকার।
৫৮ মিনিটে আক্রমণে থাকা রিয়াল পায় পেনাল্টি। ডি-বক্সে রামোসকে ফাউল করেন রাফায়েল তোলোই। স্পট কিক থেকে সহজেই গোল আদায় করেন রিয়াল অধিনায়ক।
৮৪ মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে ব্যবধান কমান আতলান্টা ফরোয়ার্ড মুরিয়েল। রক্ষণ প্রাচীরের অনেকটা উপর দিয়ে ঠিকানা খুঁজে নেয় বল। পরের মিনিটেই অবশ্য রিয়েলের জয় নিশ্চিত করেন অ্যাসেনসিও। লুকাস ভাসকাজের বাড়ানো মাঠে নামার দুই মিনিট পরই পেয়ে যান গোল। সে সাথে ৪-১ এ এগিয়ে কোয়ার্টারে পা রাখে জিদানের শিষ্যরা।
রাতের অন্য ম্যাচে গ্লাডবেখের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে শুরু করে ম্যানচেস্টার সিটি। বুদাপেস্টে প্রথমার্থেই জার্মানদের ম্যাচ থেকে ছিটকে দেয় সিটিজেনরা।
১২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন অধিনায়ক হিসেবে মাঠে নামা কেভিন ডি ব্রুইন। তার ছয় মিনিট পর ব্যবধান বাড়ান গুন্দুগান। মাঝমাঠ থেকে নিয়ে আসা বল সামনে বাড়ান ফোডেন। ডান পায়ে হালকা শটে বল জালে জড়ান জার্মান স্ট্রাইকার।
পরে দুদলই কয়েকবার সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেনি। ফলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার নিশ্চিত করে ম্যানসিটি।