অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুবির মেগা প্রকল্প উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

কুবি করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার  

দীর্ঘদিনের অপূর্ণতা ছাপিয়ে অবশেষে উদ্বোধন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'অধিকতর উন্নয়ন প্রকল্প' বাস্তবায়নের কাজ। 

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে এক ভার্চুয়াল সভায় বিশ্ববিদ্যালয়টির ১৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্পের কাজ উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সভা শেষে নিজ হাতে কোদাল দিয়ে মাটি তুলে প্রধান ফটকের নির্মাণকাজ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এতে করে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন হতে যাচ্ছে। 

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, কোষাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান, সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো: শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীনসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগের প্রধানবৃন্দ, কর্মকর্তা ও শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল বলেন, বঙ্গবন্ধু আমাদের ভূখণ্ড স্বাধীন করে দিয়েছিলেন৷ কিন্তু স্বাধীনতার পর আমাদের দেশকে চূড়ান্ত সফলতার প্রান্তে নিয়ে যাবার সুযোগ পাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ছি। আপনারা যেদিকে তাকাবেন উন্নয়ন আর উন্নয়ন দেখবেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমার যদি সুযোগ হতো তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসে আরেকবার শিক্ষা গ্রহণ করতে পারলে আমি নিজেকে পরিপূর্ণ মনে করতাম। কিন্তু আমার আর সময় নেই। আপনারা এ শিক্ষাঙ্গনকে জ্ঞানগর্ভ দিয়ে আলোকিত করবেন আমি এটি কামনা করি।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি ফ্লাগশিপ শিক্ষালয়। আধুনিকতার সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীরা যেন প্রফেশনাল শিক্ষাকে গুরুত্ব দিতে শেখে বর্তমান শিক্ষা কাঠামোতে সরকার সে বিষয়ে গুরুত্ব প্রদান করছে। আমি আশা করছি যে  সনাতন মনোভাব থেকে বেরিয়ে এসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রফেশনাল শিক্ষাকে জড়িয়ে নেবে। কর্মসংস্থানে যোগ্য করে তোলার জন্য কর্তৃপক্ষ নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে। প্রয়োজন হলে  চলমান বিভাগ এবং কোর্স সমূহের মডিউল পরিবর্তন করবে। কারণ আমরা যুগোপযোগী দক্ষ জনশক্তি তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ।  

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আজকের এই দিনটি আমাদের সবার জন্য স্মরনীয় হয়ে থাকবে। আমি যখন এ বিশ্ববিদ্যালয়ে যোগদান করি তখন বলেছিলাম এটি হবে সর্বাধুনিক একটি প্রতিষ্ঠান। আমার স্বপ্নের কথা শুনে তখন অনেকে বিশ্বাস করেছিল। আবার কেউ কেউ মেখ চেপে হেসেছিল। তবে যারা বিশ্বাস করেছিল আমার বক্তব্য আজ তারা সেটি দৃশ্যমান দেখছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী এ প্রকল্প অনুমোদনের সময় কোন কিছু জানতে চান নি। অর্থমন্ত্রী আমাদের নিজের পরিবারের সদস্য মনে করেন। সর্বপরি প্রকল্পটি বাস্তবায়ন পর্যন্ত আমি সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। 

শিক্ষক সমিতির সভাপতি ড. শামীমুল ইসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্বতন্ত্র সড়কের দাবী তুলে বলেন, এমন বড় প্রকল্প একটুর জন্য অপূর্ণতা থেকে যাবে সেটি আমরা প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি। একটি স্বতন্ত্র সড়ক খুবই প্রয়োজন। বর্ধিত ক্যাম্পাস আরও ভিতরে হওয়ায় সেটি নতুন করে সবার দাবী হয়ে উঠছে।