আর্জেন্টিনা-চিলি ম্যাচ দিয়ে শুরু হবে কোপা আমেরিকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার আপডেট: ০৪:১৪ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার
কোপা আমেরিকার এবারের আসরের স্বাগতিক দেশ হিসেবে আছে আর্জেন্টিনা ও কলম্বিয়া।
করোনায় এলোমেলো হয়ে গেছে আন্তর্জার্তিক ফুটবল ম্যাচের সময় সূচি। তাই কোপা আমেরিকা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে কাতার ও অস্ট্রেলিয়া। ফলে মহাদেশের বাইরের কোন দল ছাড়াই শুরু হবে দক্ষিণ আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই।
১২ দলের প্রতিযোগিতায় সব সময় অন্য মহাদেশের দুই দলকে আহ্বান জানায় দক্ষিণ আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশন। করোনার কারণে পিছিয়ে যাওয়া ২০২০ কোপা আমেরিকায় অংশ নেয়ার কথা ছিলো কাতার ও অস্ট্রেলিয়ার। কিন্তু একই সময় ২০২২ সালের কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থাকায় নাম প্রত্যাহার করে নেয় দেশ দুটি।
ফলে দশ দল নিয়েই হতে যাচ্ছে কোপা আমেরিকা। দুলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপে আছে আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ে। দ্বিতীয় গ্রুপে মুখোমুখি হবে ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পেরু।
কোপা আমেরিকার এবারের আসরের স্বাগতিক দেশ হিসেবে আছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। আগামী ১৪ জুন বুয়েন্স এইরেসে আর্জেন্টিনা-চিলি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের লড়াই। একই দিন মাঠে নামবে প্যারাগুয়ে-বলিভিয়া।
ব্রাজিল মাঠে নামবে তার একদিন পর ১৫ জুন, প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ জুলাই কলম্বিয়ার ব্যারানকুইলাতে।