রেকর্ডের রাতে মেসির জোড়া গোল, বার্সার বড় জয়
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১০:১৭ এএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার
হুয়েস্কার বিপক্ষে রেকর্ডের রাতটা রাঙিয়ে নিলেন লিওনেল মেসি। সে সাথে দুর্দান্ত গ্রিজমানে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে টপকে উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুইয়ে।
মঙ্গলবার (১৬ মার্চ) ঘরের মাঠে হুয়েস্কাকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বার্সা। মেসির জোড়া গোলের পাশাপাশি কাতালানদের হয়ে বাকি দুই গোল করেন গ্রিজমান ও অস্কার মিনসেগা৷ হুয়েস্কার একমাত্র গোলটি আসে রাফা মিরের পা থেকে।
মাঠে নেমেই বার্সার হয়ে সর্বোচ্চ ৭৬৭ ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসান মেসি। যা আগে ছিল জাভি হার্নান্দেজের দখলে।
রেকর্ডের রাতটি রাঙিয়ে নিতে মোটেই দেরি করেননি মেসি। ১৩ মিনিটেই দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে গোলাজো শট নেন ছয় বারের বিশ্বসেরা ফুটবলার৷ গোলপোস্টের ডান কোনায় লেগে জালে জড়ায় বল।
মাঝে জর্ডি আলবার বল পোস্টে লাগার পর ৩৬ মিনিটে বার্সাকে এগিয়ে দেন গ্রিজমান। মেসির মতো তার গোলটিও ছিল দর্শনীয়। মাঝমাঠ থেকে পেদ্রির বাড়ানো বলে ডি বক্সের বেশ বাইরে থেকে শট নেন গ্রিজমান। ঝাপিয়ে পড়েও ঠেকানে পারেননি হুয়েস্কা গোলরক্ষক।
বিরতির আগেই ব্যবধান কমায় হুয়েস্কা। ডি বক্সে থাকা রাফা মিরকে টের স্টেগেন ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি স্প্যানিশ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের আট মিনিটেই ব্যবধান বাড়ায় বার্সা। মেসির ক্রসে মাথা ছুইঁয়ে স্বাগতিকদের এগিয়ে দেন ক্লাবের যুব দল থেকে উঠে আসা ডিফেন্ডার মিনসেগা।
আর ৯০ মিনিটে শেষ গোলটি করেন মেসি। ত্রিনকাওয়ের পাস থেকে পাওয়া বল জালে শট নেন বার্সা অধিনায়ক। যা প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়৷
২৭ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান দ্বিতীয়। ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।