স্পেন দলে ডাক পাচ্ছেন বার্সার তরুণ সেনসেশন পেদ্রি
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার
বার্সেলোনার হয়ে এই মৌসুমে ২৬ ম্যাচ মাঠে নেমেছেন পেদ্রি।
১৮ বছর বয়সেই বার্সেলোনা মাঝমাঠের ভরসা হয়ে উঠছেন পেদ্রি গঞ্জোলেস লোপেজ। স্প্যানিশ জায়ান্টদের এবারের লা লিগার লড়াইয়ে মাঠে নেমেছেন ২৬ ম্যাচে। প্রতিটি ম্যাচেই দেখিয়েছেন নিজের প্রতিভার ঝলক।
এমন উড়ন্ত ফর্মেই বর্তমান স্পেন ও সাবেক বার্সা কোচ লুইস এনরিকের দৃষ্টি কেড়েছেন প্রেদ্রি। স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী সোমবার (১৫ মার্চ) প্রকাশ হতে চলা স্পেন জাতীয় দলের স্কোয়াডে দেখা যাবে এই মিডফিল্ডারকে।
আগামী ২৬ মার্চ গ্রীসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে স্পেন। তারপর জর্জিয়ার বিপক্ষে ২৮ মার্চ দ্বিতীয় ও ১ এপ্রিল কসোভার বিপক্ষে হবে তৃতীয় ম্যাচ। তিন ম্যাচ থেকে সর্বোচ্চ ৯ পয়েন্ট তুলে নিতে চাইছে লা রোজারা।
বিশ্বকাপ মিশনের শুরুতেই শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চান এনরিকে। সেখানেই পেদ্রির যোগ্যতা বিচার করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী গ্রীষ্মের ইউরোতেও দেখা মিলতে পারে এই তরুণের।
মার্কার প্রতিবেদনে আরও বলা হয়, স্পেন দলে ফিরছেন পেদ্রির বার্সা সতীর্থ জর্ডি আলবা। এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরছেন অ্যাতলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার মারিও হারমোসা, এএস রোমা গোলরক্ষক পাও লোপেজ।