৩০ মার্চেই খুলছে স্কুল-কলেজ
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১২:৩০ এএম, ১৫ মার্চ ২০২১ সোমবার আপডেট: ১২:৩৭ এএম, ১৫ মার্চ ২০২১ সোমবার
৩০ মার্চেই স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত বহাল আছে
আগের ঘোষণা অনুযায়ী ৩০ মার্চেই স্কুল ও কলেজ খুলছে। ১৪ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়,'শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারি ও বেসরকারি পর্যায়ের সাধারাণ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ক্লাস ৩০ মার্চ থেকে চালু হবে। এ সময়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের করোনার টিকা নেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।'
নির্দেশনাগুলো হলো-
# স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের টিকা দেওয়ার বিষয়টি আগামী ৩০ মার্চের আগেই সম্পন্ন করতে হবে।
# কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার অথবা মেরামতের প্রয়োজন হলে তা ৩০ মার্চর আগে সম্পন্ন করতে হবে।
# এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রযোজ্য ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার অথবা মেরামতের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
# মাঠ পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার বিষয়টি মনিটরিং করবেন।
# শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এসএসসি শিক্ষার্থীদের ৬০ কর্মদিবস ও এইচএসসি শিক্ষার্থীদের ৮০ কর্মদিবস পাঠদান শেষে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।
এর আগে ২৭ ফেব্রুয়ারির শিক্ষামন্ত্রী দীপু মনি ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে,তা অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলেও গত ১২ মার্চ ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তবে রবিবারের বৈঠকে স্কুল-কলেজ খোলার পূর্ব নির্ধারিত তারিখ ৩০ মার্চই বহাল রাখা হয়েছে।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর দফায় দফায় বেড়েছে ছুটির মেয়াদ।
করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি চালু এবং সংক্রমণের হার কমে আসায় স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হলো।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিল রোববার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। নতুন সিদ্ধান্তে বন্ধ আরো একমাস বাড়লো। তবে এবারে ঘোষণায় ছুটি পেছানো নয় সরাসরি স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত এলো।
খবরে বলা হয়েছে এর আগে গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যালোচনা নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্কুল কলেজ খুলে গেলে রোজায় পুরো মাস বন্ধ না রেখে ঈদের আগে কিছু দিন ছুটি দেওয়া হবে, এমনটাই জানান শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।