বার্সার সঙ্গে আবারো খেলোয়াড় বদলাবদলি করবে জুভেন্টাস!
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৪ মার্চ ২০২১ রোববার
বার্সায় দিবালাকে দিয়ে গ্রিজম্যানকে দলে নিতে চায় জুভেন্টাস।
সাবেক বার্সেলোনা ফুটবলার রিস্টো স্টইচকভ এক বিস্ফোরক মন্তব্যে বলেন, “অ্যান্তোনিও গ্রিজম্যান মাঠে থাকলে বার্সেলোনা দশ জন নিয়ে খেলে”। ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার কাতালান শিবিরে দিনের পর দিন নিষ্প্রভ থাকায় তার এমন মন্তব্য।
এমনভাবে না বললেও বার্সাও যে গ্রিজম্যানকে নিয়ে অসন্তুষ্ট সেটা সবার জানা। ভালো দাম পেলে তাকে ছেড়ে দেয়ার পরিকল্পনাও আছে স্প্যানিশ জায়ান্টদের।
এদিকে ইতালিয়ান সংবাদমাধ্যম কোরেইরা ডেল্লো স্পোর্টসের দাবি, পাওলো দিবালার সাথে বদলাবদলি করে গ্রিজম্যানকে দলে নিতে চায় জুভেন্টাস। তুরিনের ক্লাবটির সাথে নতুন চুক্তি না করায় তাকে স্পেনে যাওয়ার অফার করবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
সংবাদমাধ্যমটির দাবি, অ্যাতলেটিকো ছেড়ে গ্রিজম্যান বার্সায় যোগ দেয়ার পর থেকে সমালোচনা শুনে যেতে হলেও তাকে দলে নেয়ার আগ্রহ আছে জুভেন্টাসের।
দুই ক্লাবের খেলোয়াড় বদলাবদলির ঘটনা এবারই প্রথম নয়্। গতবছরও আর্থার মেলোকে দলে নিয়ে মিরালেম পিয়ানিচকে বার্সায় পাঠায় জুভেন্টাস।
জুভেন্টাস গ্রিজম্যানের এবং বার্সেলোনা দিবালার বিষয়ে আরও আগেই আগ্রহ দেখিয়েছে। করোনায় আর্থিক ক্ষতি বিবেচনায় অনেক ক্লাবই বদলাবদলির কথা বিবেচনা করছে। আর এ জন্যই ২০২১ সালে গ্রীষ্মেই এই দলবদলের সম্ভাবনা দেখছেন অনেকে।