অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাবে ৬৪ বিটের গুগল ক্রোম
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার আপডেট: ০৬:৩২ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সুখবর দিল গুগল। এখন থেকে অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলোতে ৩২ বিটের পরিবর্তে ব্যবহার করা যাবে ৬৪ বিটের গুগল ক্রোম।
৬৪ বিট ব্যবহার করা গেলে সার্চ ইঞ্জিনটি গতি হবে আরও কয়েক গুণ বেশি। তবে সব অ্যান্ড্রয়েডে পাওয়া যাবে না এই সুবিধা। তারজন্য থাকতে হবে দুটি বৈশিষ্ট।
১. স্মার্টফোনটিতে অবশ্যই অ্যান্ড্রয়েড ১০ বা তার পরবর্তী ভার্সনের হতে হবে।
২. সর্বনিম্ন ৮ গিগাবাইট র্যাম থাকতে হবে মোবাইলে।
মোবাইলে আপনি ক্রোমের কোন ভার্সন ব্যবহার করেছেন তা chrome://version লিখে সার্চ দিলে দেখা যাবে। আপনার ভার্সনটি যদি ক্রোম ৮৯ না হয় তবে প্রথমে তা আপডেট করে নিতে হবে।