অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০২৬ বিশ্বকাপ খেলতে চান সার্জিও রামোস

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার  

এক সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছের কথা জানিয়েছেন সার্জিও রামোস।

এক সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছের কথা জানিয়েছেন সার্জিও রামোস।

বয়স ৩৪ হলেও রিয়াল মাদ্রিদের রক্ষণ সামলে যাচ্ছেন টগবগে তরুণের মতই। মাঠে সার্জিও রামোসের দাপুটে ফুটবল দেখলে বোঝারই উপায় নেই ক্লাব ক্যারিয়ারে কাটিয়ে দিয়েছেন ১৭ বছর। যে বয়সে অনেক ফুটবলারই দেখেন নিজের গোধূলিলগ্ন, সেখানে লস ব্লাঙ্কোসদের অধিনায়ক বলছেন ২০২৬ বিশ্বকাপও খেলতে পারেন তিনি। 

সম্প্রতি স্প্যানিশ ইউটিউবার ইবাই লানোসকে সাক্ষাৎকার দিয়েছেন সার্জিও রামোস। সেখানে ৩০ বছর পরই ফুটবলারের শেষ সময়ের বিষয়ে নিজের আপত্তি জানান স্প্যানিশ তারকা। 

রামোস বলেন, ফুটবলারদের শরীর চর্চার বিষয় আরও উন্নত হয়েছে। আমার বয়স ৩৪ হলেও নিজেকে আগের চেয়ে শক্তিশালী, গতিশীল ও অভিজ্ঞ বলে মনে হয়। যদি আগে ভাগেই অবসর নেই তবে সে কারণ হবে মানসিক। আমি বিশ্বাস করি ২০২৬ বিশ্বকাপও খেলতে পারবো। 

বয়স প্রসঙ্গে রামোস আরও বলেন, সান্তিয়াগো বার্নাব্যু (রিয়াল মাদ্রিদ) বিশ্বাস করে বুড়ো বা তরুণ ফুটবলার বলে কিছু নেই। আছে ভালো ও মন্দ ফুটবলার। শরীর যদি সহায়তা করে আর ইনজুরিতে না ভুগি তাহলে যে কোন বয়সে সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলা সম্ভব। আর আমি এর জন্য অনেক পরিশ্রম করি। আমি অনেক ভুল করি এবং প্রতিটি ভুল থেকে শেখার চেষ্টা করি। 

২০২৬ সালে রামোসের বয়স হবে ৩৯। এ বয়সে আন্তর্জাতিক ফুটবল খেলা অবশ্য অবাক হওয়ার বিষয় নয়। ৪২ বছর বয়সে শীর্ষ পর্যায়ে খেলেছেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ান লুইজি বুফন। সমান বয়সে এখনও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ।