রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার আপডেট: ০৯:২৮ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ভারতের বিরোধী দল কংগ্রেস এর সাবেক সভাপতি রাহুল গান্ধীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের সরকার তাকে গ্রেফতার করে।
উত্তর প্রদেশে এক দলিত নারী ধর্ষিত হয়ে মারা যাওয়ার প্রতিবাদে ঘটনাস্থলে যাওয়ার পথে প্রথমে রাহুলের গাড়ি আটকে দেওয়া হয়। পরে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী হেঁটেই রওয়ানা দেন। এক পর্যায়ে আবারও পুলিশের পক্ষ থেকে বাঁধা দেওয়া হয়। এ সময় ধ্বস্তাধ্বস্তি হয় এবং রাহুল গান্ধী মাটিতে পড়ে যান।
এক পর্যায়ে রাহুল গান্ধীকে ১৮৮ ধারায় আটক করে উত্তর প্রদেশ পুলিশ। এর কিছু সময় পর প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করে উত্তর প্রদেশ পুলিশ। উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতায় আছে বিজেপি।
ওদিকে, প্রিয়াঙ্কা গান্ধীর সাথেও পুলিশ অশালীন আচরন করেছে বলেও কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।