অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জানালেন শিক্ষামন্ত্রী

সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৬ এএম, ১৩ মার্চ ২০২১ শনিবার   আপডেট: ১২:০৭ এএম, ১৩ মার্চ ২০২১ শনিবার

সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে

সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে

করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে,তা অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি৷ শুক্রবার (১২ মার্চ) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এক অনুষ্ঠান শেষে  তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেছেন 'আমরা প্রতিদিনই করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শিক্ষক, শিক্ষার্থী,কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্যের বিষয়টি আমাদের কাছে সবচেয়ে বিবেচনার। করোনাভাইরাসের ঊর্ধ্বগতি থাকলে জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।'

আরও পড়ুন **স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ

                **২৪ মে খুলবে বিশ্ববিদ্যালয়, হল ১৭ মে

এর আগে ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, দেশের সব স্কুল-কলেজ আগামী ৩০ মার্চ খুলে দেওয়া হবে। সে সময়ে করোনার সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী থাকায় সরকার এ সিদ্ধান্ত নেয়। তখন করোনার শনাক্ত হার ছিল ৩ দশমিক ৩০ শতাংশ। পরে তা আরো কমে ২ দশমিক ৮৭ শতাংশ হয়। তবে এরপর থেকে তা বাড়তে থাকে। শুক্রবার দৈনিক শনাক্তের হার আবার ৬ শতাংশ ছাড়িয়ে যায়।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর দফায় দফায় বেড়েছে ছুটির মেয়াদ।  ডিসেম্বরের মধ্যে পরিস্থিতির যথেষ্ট উন্নতি না হওয়ায় এইচএসসির পাশাপাশি পঞ্চম ও অষ্টমের সমাপনী এবং কোনো ক্লাসের বার্ষিক পরীক্ষাও নেওয়া যায়নি।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। নতুন সিদ্ধান্তে বন্ধ আরো একমাস বাড়ো। তবে সেই ঘোষণায় ছুটি পেছানো নয় সরাসরি স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত জানা গিয়েছিল।  

এছাড়া ঈদুল ফিতরের পর আগামী ২৪ মে থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে ক্লাস শুরু হওয়ার সিদ্ধান্ত এখনো বলবৎ আছে। এছাড়া শ্রেণিকক্ষে ক্লাস শুরুর এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেওয়া হবে।