অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশে ইনস্টাগ্রাম লাইট ছেড়েছে ফেসবুক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৪৭ পিএম, ১২ মার্চ ২০২১ শুক্রবার  

বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রাম লাইট ছেড়েছে ফেসবুক। যে কোনো ডিভাইসে, যে প্ল্যাটফর্মে কিংবা নেটওয়ার্কেই থাকুন না কেনো সহজেই তারা ঢুকে পড়তে পারবেন ইনস্টাগ্রামে। 

অপেক্ষাকৃত কম ভারী এই ইনস্টাগ্রাম অ্যাপটি ব্যবহারে অ্যান্ডড্রয়েডের ক্ষেত্রে সামান্যই ড্যাটা খরচ হবে। 

অ্যান্ড্রয়েডে এই ইনস্টাগ্রাম অ্যাপ ২ এমবি জায়গা নেবে, যা এর পূর্ণাঙ্গ ভারসনের চেয়ে অনেক কম। পূর্ণাঙ্গ অ্যাপটি জায়গা নেয় ৩০ এমবি। 

নতুন এই পণ্যটি এরই মধ্যে বিশ্বের ১৭০টি দেশে পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে এটি ডাউনলোগ করে নেওয়া যাবে। 

ডাউনলোড করে নিলেই উন্নত পারফরম্যান্স, দ্রুতগতি ও অপেক্ষাকৃত ভালো রেসপন্সসিভনেস মিলবে।