শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩১ অক্টোবর পর্যন্ত
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার আপডেট: ০৩:১৭ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ালো সরকার। করোনাভাইরাস মহামারীর কারণে চলমান ছুটি চতুর্থ দফায় পৌঁছুলো। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ইঙ্গিত অবশ্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকালই দিয়েছিলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২৬ মার্চ থেকে সারাদেশে সব অফিস-আদালত আর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধই থাকে।
এদিকে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন এইচএসসি পরীক্ষা সম্পর্কিত প্রতিটি বিষয় পর্যালোচনা করা হচ্ছে। আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবার পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।
গত ১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা মহামারির কারণে নেয়া সম্ভব হয়নি। এবারের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা এবং জেএসসি-জেডিসি পরীক্ষাও কেন্দ্রীয়ভাবে হচ্ছে না।
তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সংসদ টেলিভিশনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য 'আমার ঘরে আমার স্কুল'এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 'ঘরে বসে শিখি'শিরোনামে ক্লাস নেওয়া হচ্ছে।