পোর্তোর বিপক্ষে ক্ষমার অযোগ্য ভুল করেছেন রোনালদো!
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার আপডেট: ০৫:২২ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
অলিভেইরার নেয়া ফ্রি কিকের সময় পেছন ফিরে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে পোর্তার বিপক্ষে অতিরিক্ত সময়ের খেলা চলছে তখন। আর ৫ মিনিট পার হলেই খেলা গড়াতো পেনাল্টি শুটআউটে। এর মধ্যেই ৩৫ গজ দূরে ফ্রি পায় পোর্তো। জুভেন্টাস ফুটবলারদের বোকা বানিয়ে বলটি জালে জড়ান পোর্তো ফরোয়ার্ড সার্জিও অলিভেইরা।
এই একটি গোলই চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে দেয় তুরিনের বুড়িদের। পরে আদ্রিয়ান র্যাবিওটের গোলে দুই লেগ মিলে ৪-৪ সমতা আসলেও অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে যায় পর্তুগিজ চ্যাম্পিয়নরা।
মাচের পর থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর উপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন জুভেন্টাস সমর্থকরা। কারণ, অলিভেইরার নেয়া ফ্রি-কিকে রক্ষণ দেয়ালে ছিলেন সিআর সেভেন। অথচ শট নেয়ার সময় মুখ ফিরিয়ে রেখেছিলেন এই তারকা! তার পায়ের নিচ দিয়েই বল চলে যায় জুভেন্টাসের জালে।
এই ঘটনার পর কেউ কেউ তাকে প্রতারকই বলে বসেছে। এতটা রুঢ় না হলেও রোনালদোর উপর নিজের রাগ ঝেড়েছেন সাবেক জুভেন্টাস ও ইতালির কোচ ফ্যাবিও ক্যাপেলো। পর্তগিজ তারকার ভুলকে তিনি “ক্ষমার অযোগ্য” বলে মন্তব্য করেছেন।
স্কাই স্পোর্টস ইতালিয়ার বিশ্লেষক হিসেবে কাজ করার সময় ক্যাপেলো বলেন, “বলে কিক নেয়ার আগেই পিছন ফিরে ছিলেন রোনালদো। এটা হতে পারে না। আপনি যদি রক্ষণ দেয়ালের অংশ হন তবে অবশ্যই শক্তিশালি শটের মোকাবেলা করতে আপনাকে প্রস্তুত থাকতে হবে। এই ভুল অবিস্মরণীয়।