১০০ বিলিয়ন ডলার মালিকদের ক্লাবে যোগ হলো আরও এক নাম
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার আপডেট: ০৪:২৩ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
বার্কশায়ার হ্যাথওয়ের শেয়ার রেকর্ড স্তরে পৌঁছায় এই তালিকায় যুক্ত হলো ৯০ বছর বয়সী ব্যবসায়ী বাফেটের নাম
অবশেষে ১০০ বিলিয়ন ডলারের মালিকদের ক্লাবে নাম লেখালেন ওয়ারেন বাফেট। যে তালিকায় আছেন বিল গেটস, জেফ বেজোস ও ইলন মাস্ক।
সম্প্রতি শেয়ার বাজারে তার বিনিয়োগ সংস্থা বার্কশায়ার হ্যাথওয়ের শেয়ার রেকর্ড স্তরে পৌঁছায় এই তালিকায় যুক্ত হলো ৯০ বছর বয়সী ব্যবসায়ী বাফেটের নাম। বুধবার (১০ মার্চ) প্রথমবার তার মোট সম্পদ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
বিশ্বের সবচেয়ে সফল এই বিনিয়োগকারী তার কোটি কোটি ডলারের সম্পদ বিভিন্ন দাতব্য সংস্থায় দান করেছেন। দীর্ঘসময় ধরে বিশে্বর সেরা ধনীদের তালিকায় থাকলেও তাই কখনো তার মোট সম্পদের মূল্য ১০০ বিলিয়ন ডলারে পৌঁছায়নি।
২০০৬ সালেই বার্কশায়ার হ্যাথওয়ের ৩৬ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার দান করেন বাফেট। এছাড়া দাতব্য সংস্থা হিসেবে নাম কামানো ‘গিভিং প্লেজ’ এর সহ-প্রতিষ্ঠাতাও তিনি। যেখানে অ্যামাজন প্রতিষ্ঠাতার সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট এর মতো বিলিনিয়ররা যুক্ত আছেন। চার মাস আগেই তিনি চার বিলিয়ন ডলার দান করেন সংস্থাটিতে।