অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রিয়াল মাদ্রিদের হাত থেকে আলাবাকে ছিনিয়ে নিচ্ছে বার্সেলোনা!

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০১:৪০ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

মুন্ডো দিপোর্তিভোর দাবি, ইতোমধ্যেই নাকি আলবার মৌখিক সম্মতি নিয়ে নিয়েছে চিরশত্রু ক্লাব বার্সেলোনা!

মুন্ডো দিপোর্তিভোর দাবি, ইতোমধ্যেই নাকি আলবার মৌখিক সম্মতি নিয়ে নিয়েছে চিরশত্রু ক্লাব বার্সেলোনা!

রামোস-ভারানের নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। মার্সেলোকেও আগামী গ্রীষ্মেই ছেড়ে দেয়া নিয়ে চলছে আলোচনা। এমন অবস্থায় হন্যে হয়ে কয়েকজন ডিফেন্ডার খুঁজছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

এদিকে বায়ার্ন মিউনিখের সাথে চুক্তি শেষ হওয়ায় ফ্রিতেই পাওয়া যাবে ডেভিড আলাবাকে। এই ২৮ বছর বয়সী ডিফেন্ডারকে দলে নিতে তোড়জোড় শুরু করে লস ব্লাঙ্কোসরা। কিন্তু স্প্যানিশ সংবাদমাদ্যম মুন্ডো দিপোর্তিভোর দাবি, ইতোমধ্যেই নাকি আলবার মৌখিক সম্মতি নিয়ে নিয়েছে চিরশত্রু ক্লাব বার্সেলোনা!

বায়ার্ন মিউনিখের হয়ে অসাধারণ সময় কাটিয়েছেন আলাবা। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত ২৬ টি শিরোপা জেতেন এই ডিফেন্ডার। খেলেছেন লেফ্টব্যাক, সেন্টারব্যাক ও মিডফিল্ডার হিসেবে। 

বায়ার্নের হয়ে ৪১৯ ম্যাচ মাঠে নেমে গোল করেছেন ৩৩ টি, গোলে সহায়তা ৫০টিতে। তবে ২০২০/২১ ই ক্লাবটির হয়ে আলাবার শেষ মৌসুম। ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ায় তাকে পেতে উঠে পড়ে লাগে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় বড় ক্লাব। 

এ তালিকায় এতদিন এগিয়ে ছিলো রিয়াল মাদ্রিদ। বিভিন্ন পজিশনে খেলতে পারায় রামোস-ভারানে কিংবা মার্সেলোর সেরা বিকল্প হতে পারতেন আলাবা। তবে মুন্ডো দিপোর্তিভোর দাবি সত্য হলে বড় ধাক্কা খেতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা। 

হুয়ান লাপোর্তা বার্সেলোনার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই গ্রীষ্মের দলবদল নিয়ে আলোচনায় বসেন। তখনই সামুয়েল উমিতিতির বিকল্প হিসেবে আলাবার বিষয় উঠে আসে। এখন সংবাদ মাধ্যমের দাবি কাতালান শিবিরে যেতে মৌখিক সম্মতি জানিয়েছেন এই অস্ট্রিয়িান ডিফেন্ডার। 

বেতনের বিষয়টি চূড়ান্ত হলে নাকি আলাবার বার্সায় যোগ দেয়া সময়ের ব্যপার। প্রতিবেদনে এও বলা হয়, অর্থনৈতিক দৈন্যদশায় থাকা বার্সেলোনা তার উচ্চ বেতন দিতে পারবে কিনা সন্দেহ আছে। এমন হলে হয়তো রিয়াল মাদ্রিদই এগিয়ে যাবে এ লড়াইয়ে।