সারাদেশের ৭০টি ‘কমিউনিটি ভিশন সেন্টার’ উদ্বোধন প্রধানমন্ত্রীর
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:১৫ এএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার আপডেট: ০১:১৪ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
টানা ক্ষমতায় থাকার ফলেই উন্নয়ন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন। দেশের পাঁচ বিভাগের আওতাধীন ২০টি জেলার ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টার’র কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই উদ্বোধনী কর্মসূচিতে অংশ নেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘যারা দেশের স্বাধীনতা চায়নি তারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে এটা আশা করা যায় না। আজকে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ জন্য যে তারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন, সেবা করার সুযোগ দিয়েছেন। টানা ক্ষমতায় থাকায় উন্নয়ন করা সম্ভব হয়েছে। যারা স্বাধীনতাই চায়নি। তারা ক্ষমতায় ছিল বলেই ১৫ আগস্টের পর দেশ এগোয়নি।’
শেখ হাসিনা বলেন, করোনা থেকে সুরক্ষা পেতে টিকার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মানতে হবে। এ জন্য অবশ্যই নিবন্ধন করতে হবে। এ ক্ষেত্রে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান তিনি।