অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে এবার হবে না জব্বারের বলি খেলা 

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার  

পরিস্থিতির উন্নতি না হওয়া ও জনসমাগম ঝুঁকিপূর্ণ হওয়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলা ও মেলা স্থগিত করা হয়েছে। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আবদুল জব্বারের বলী খেলা ও মেলা কমিটি দ্বিতীয়বারের মতো বলী খেলা ও মেলা স্থগিতের ঘোষণা দেন।

১৯০৯ সাল থেকে প্রতি বছর ১২ বৈশাখ লালদীঘি মাঠে বলী খেলা এবং খেলার আগে ও পরে মিলিয়ে তিন দিনের বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২০ সালেও করোনার কারণে বলী খেলা ও মেলা স্থগিত করা হয়েছিল।  

এ সময় মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী, সহ সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, বলী খেলা ও মেলা কমিটির সহ সভাপতি সাবেক কাউন্সিলর এমএ মালেক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাবেক কাউন্সিলর এসএম জাফর, সাবেক কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব, আখতার আনোয়ার বাদল, আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সাংবাদিক দেব প্রসাদ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।