একাদশ শ্রেণিতে অনলাইনে ক্লাস শুরু ৪ অক্টোবর
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৫৩ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার আপডেট: ০৩:২০ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর। তাদের ক্লাস আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে। ক্লাস হবে অনলাইনে। আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, “কোভিড-১৯-এর কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সে উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি করা শিক্ষার্থীদের আগামী ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর আগে ২৯ সেপ্টেম্বর সব সরকারি বেসরকারি কলেজে করোনার বন্ধে অনলাইন ক্লাস চালুর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অনলাইন ক্লাস নিয়ে সে তথ্য আঞ্চলিক পরিচালকদের পাঠাতে হবে অধ্যক্ষদের।
আর করোনার বন্ধে সব সরকারি-বেসরকারি কলেজের ছাত্রবাস বন্ধ রেখে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। আর কলেজ ক্যম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।