হালান্ডের রেকর্ডময় রাতে কোয়ার্টার ফাইনালে বরুসিয়া
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৩৪ এএম, ১০ মার্চ ২০২১ বুধবার
সমতায় ম্যাচটি শেষ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে পা রাখলো বরুসিয়া ডর্টমুন্ড।
গোল মেশিন আর্লিং হালান্ড যখন সচল থাকে তখন প্রতিপক্ষ অচল হওয়াই স্বাভাবিক। সেভিয়া জোর প্রচেষ্টা চালালেও তাই পেরে উঠলোনা বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো স্প্যানিশ ক্লাবটিকে।
বুধবার (১০ মার্চ) চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে বরুসিয়ার মাঠে ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ৷ তবে প্রথম লেগে এগিয়ে থাকায় ৫-৪ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে পা রাখে জার্মান ক্লাবটি।
ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে সেভিয়া। কয়েকটি সুযোগও তৈরি করে নেয় সফরকারীরা। তবে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে সেগুলো গোলে পরিণত হয়নি।
৩৫ মিনিটে উল্টো গোল হজম করে বসে সেভিয়া। প্রথম সুযোগেই এগিয়ে যায় স্বাগতিকরা। থ্রু থেকে ডি বক্সে পাওয়া বল হালান্ডের কাছে বাড়ান মার্কোস রয়েস। ফাঁকা জায়গায় বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করে এই নরওয়েজিয়ান। সে সাথে সবচেয়ে কম বয়সী হিসেবে গড়েন চ্যাম্পিয়ন্স লীগে টানা ছয় ম্যাচে গোলের রেকর্ড। তার বয়স এখন ২০ বছর ২৩১ দিন।
৫৪ মিনিটে নাটকীয়তায় দ্বিতীয় গোল পান হালান্ড। প্রথমে এক নৈপুণ্যে বল জালে জড়ালেও গোল দেননি রেফারি।সেভিয়া ডিফেন্ডার কুয়েন্দি তাকে ফাউল করায় দেয়া হয় পেনাল্টি। সে পেনাল্টি ঠেকিয়ে দেন সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বুনে। কিন্তু বাঁশি বাজার আগেই সামনে চলতি আসায় দ্বিতীয়বার পেনাল্টি দেন রেফারি। এবার আর ভুল হয়নি হালান্ডের।
জোড়া গোলে আরও দুই রেকর্ড গড়েন হালান্ড। চ্যাম্পিয়ন্স লীগে সবচেয়ে কম ম্যাচ ও বয়সে ২০ গোলের রেকর্ড গড়লেন এই তরুণ স্ট্রাইকার। মাত্র ১৪ ম্যাচে এসেছে তার মাইলফলক। এছাড়া নরওয়ের ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লীগে সবচেয়ে বেশি গেল এখন তার৷ এর আগে কীর্তিটি ছিল বর্তমান ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলো গানার সলশেয়ারের দখলে।
শেষ দিকে অবশ্য ঘুরে দাঁড়ায় সেভিয়া।৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ইউসেফ আন নাসেরি। যোগ করা সময়ে দলের দ্বিতীয় গোলটিও আসে তার কাছ থেকে। ইভান রাকিটিচের বাড়ানো বলে হেডে সমতা আনেন এই স্ট্রাইকার। তবে দুই লেগ মিলে পিছিয়ে থাকায় ছিটকে যেতে হয় সেভিয়াকে।