পোর্তোর বিপক্ষে জিতেও জুভেন্টাসের বিদায়
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৩২ এএম, ১০ মার্চ ২০২১ বুধবার
জুভেন্টাস জিতলেও অ্যাওয়ে গোলের হিসেবে কোয়ার্টার ফাইনালে গেছে পোর্তো।
অ্যাওয়ে ম্যাচ হারার পর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিলো জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলোর মুখে। দল সে ভরসা রেখে পোর্তোকে হারিয়েছে। তবে দুই গোল হজম করায় অ্যাওয়ে গোলের হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো থেকেই ছিটকে যেতে হয়েছে তুরিনের বুড়িদের।
বুধবার (১০ মার্চ) ঘরের মাঠে ৩-১ গোলে জয় পেয়েছে জুভেন্টাস। দুই লেগ মিলে ৪-৪ সমতা থাকলেও একটি অ্যাওয়ে গোল বেশি করে কোয়ার্টার ফাইনালে গেছে পোর্তো। সে সাথে ইতিহাসে প্রথমবারের মতো টানা দুইবার শেষ ষোলোতে থামলো জুভেন্টাস।
ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো জুভরা। ডান দিকে থেকে কুয়াদরাদোর বাড়ানো বলে মোরাতার নেয়া হেড ঠেকান পোর্তোর আর্জেন্টাইন গোলরক্ষক আগুস্তিন মারচেসিন।খানিক পরেই স্বাগতিকদের রক্ষা করে গোলবার। ডি বক্সে লিওনার্দো বেনুচ্চি ব্লক করলেও বলে হেড করেন মেহদি তারেমি। গোলপোস্টের উপরে লেগে বল চলে যায় বাইরে।
অবশ্য জাল খুব বেশিক্ষণ অক্ষত রাখতে পারেনি জুভেন্টাস। ১৯ মিনিটে তারেমিকে পেছন থেকে ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন সার্জিও অলিভেইরা৷
১-০ গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা জুভেন্টাস শুরুতেই গোল পায়। ডিফেন্ডার বেনুচ্চির বল রিসিভ করে চিয়েসাকে শট নেয়ার ইশারা করেন ক্রিস্টিয়ানো রোনালদো। কোনাকুনি শটে বল জালে জড়ান এই ইতালিয়ান ফরোয়ার্ড।
খানিক পরেই বড় ধাক্কা খায় পোর্তো। চার মিনিটে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফর্মে থাকা স্ট্রাইকার তারেমিকে। ১০ জনে পরিণত হওয়া পোর্তো ৬৩ মিনিটে হজম করে দ্বিতীয় গোল। ডানদিক থেকে কুয়েদরাদোর বাড়ানো বলে মাথা ছুঁইয়ে ঠিকানা খুঁজে নেন চিয়েসা। ৩-৩ সমতায় থেকে শেষ হয় নির্ধারিত সময়।
অতিরিক্ত সময়ের ২৪ মিনিট ম্যাড়ম্যাড়ে ম্যাচ উপহার দেয় দুই দল। ১১৫ মিনিটে গোল করে তাতে প্রাণ আনেন অলিভেইরা। অনেক দূর থেকে নেয়া তার ফ্রি-কিক জুভেন্টাসের দেয়ালের নিচ দিয়ে চলে যায় জালে।
দুই মিনিট পরই অবশ্য আন্দ্রে রাবিওর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দুই লেগে মিলে ৪-৪ সমতা হলেও একটি অ্যাওয়ে গোল বেশি করে কোয়ার্টার নিশ্চিত করে পোর্তো।