অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউরোর পর দায়িত্ব ছাড়ছেন জার্মানিকে বিশ্বকাপ জেতানো জোয়াকিম লো

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:১৭ পিএম, ৯ মার্চ ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৫:২৭ পিএম, ৯ মার্চ ২০২১ মঙ্গলবার

জার্মানদের ২০১৪ ফুটবল বিশ্বকাপ জেতান জোয়াকিম লো।

জার্মানদের ২০১৪ ফুটবল বিশ্বকাপ জেতান জোয়াকিম লো।

আগামী গ্রীষ্মে অনুষ্ঠিত হতে চলা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ (ইউরো) শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জার্মান কোচ জোয়াকিম লো। 

২০০৪ সাল থেকে জার্মানি ফুটবল দলের সাথে যুক্ত আছে বর্তমানে ৬১ বছর বয়সী এই কোচ। প্রথম দুই বছর সহকারী হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৬ সাল থেকে প্রধান কোচের ভূমিকায় আছেন জোয়াকিম লো। 

এই ১৫ বছরে ডি মানশাফটদের ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন লো। তার অধীনেই ২০০৮ সালে ইউরো ফাইনাল খেলে জার্মানি। এছাড়া বেশ কয়েকটি টুর্নামেন্টেই জার্মানদের সেমিফাইনালে নিয়েছেন বর্ষীয়ান এই কোচ।

নিজের সিদ্ধান্তের বিষয়ে জোয়াকিম লো জানান, আমি ভেবে চিন্তেই এমন সিদ্ধান্ত নিয়েছি। খুব গর্বের সাথে দলটির সাথে সময় কাটিয়েছি এবং আগামী ইউরোতেও নিজের সর্বোচ্চাটা দিতেই দলের সাথে থাকবো। 

১৭ বছরে আমি দেশের সেরা খেলোয়াড়দের সাথে কাজ করেছি। অনেক সময় খুব বাজে ভাবেও হেরেছি। সে সাথে অনেক জাদুকরী মুহুর্তেও সাথে ছিলাম। শেষ প্রতিযোগিতাতেও সমর্থকদের আনন্দ দিতে সবটুকু করে যাব।