৬ বিলিয়ন ডলারের শেয়ার উপহার দিলেন জুম প্রতিষ্ঠাতা
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ৯ মার্চ ২০২১ মঙ্গলবার আপডেট: ০৩:০৬ পিএম, ৯ মার্চ ২০২১ মঙ্গলবার
নিজের ১৮ মিলিয়ন শেয়ার বিক্রি করেন জুম প্রতিষ্ঠাতাি এরিক ইউয়ান।
৬ বিলিয়ন ডলার মূল্যের নিজের ১৮ মিলিয়ন শেয়ার ছেড়ে দিলেন জুম প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান। শেয়ারগুলো কাদের কাছে হস্তান্তর হয়েছে তা জানা যায়নি। তবে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, শেয়ারগুলো উপহার হিসেবে দিয়েছেন এরিক।
গত সপ্তাহে নিজের প্রায় ৪০ শতাংশ শেয়ারই ছেড়ে দিলেন ভিডিও কনফোরেন্স প্লাটফর্মের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে কাজ করা এরিক ইউয়ান।
করোনায় ‘জুম’ মানুষের নিত্যদিনের অংশ হয়ে যাওয়ায় রকেট গতিতে বাড়তে থাকে ইউয়ানের ব্যাংক ব্যালেন্স। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ এখন এই অ্যাপটি ব্যবহার করে।
২০১১ সালে জুম তৈরি করেন ইউয়ান এবং ২০১৯ সালে তা যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে তালিকাভূক্ত হয়। যা তাকে হাজার কোটি ডলারের মালিক বানিয়েছে। ফোর্বস এর তথ্যমতে ইউয়ানের বর্তমান সম্পদের মূল্য ১৩.৭ বিলিয়ন ডলার।