অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কারাগার থেকে নিখোঁজ হাজতি, জেলার প্রত্যাহার, তদন্ত কমিটি 

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ৭ মার্চ ২০২১ রোববার   আপডেট: ০৪:১৫ পিএম, ৭ মার্চ ২০২১ রোববার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ হওয়া হাজতি মো. ফরহাদ হোসেন রুবেলের সন্ধান এখনো মেলেনি। এ ঘটনায় জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহার করা হয়েছে। দুই কারারক্ষীকে সাময়িক বহিষ্কার এবং প্রধান কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। একইসঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। 

রবিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন উপ মহা কারাপরিদর্শক (ডিআইজি প্রিজন) ফজলুল হক।

তিনি জানান, কারাগারে বন্দী নিখোঁজের ঘটনায় খুলনা রেঞ্জের ডিআইজি প্রিজন মো. ছগির মিয়াকে প্রধান করে একজন সিনিয়র জেল সুপার এবং একজন জেলারকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে ওইদিন দায়িত্বরত কারারক্ষী ও সহকারী কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া প্রধান কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।