‘আনডু’ অপশন আনছে টুইটার
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ৭ মার্চ ২০২১ রোববার
কোন পোস্ট শেয়ার করা আগে পুনরায় ভাবার সুযোগ দিতে ‘আনডু’ ফিচার আনতে কাজ করছে টুইটার।
কোন পোস্ট শেয়ার করা আগে পুনরায় ভাবার সুযোগ দিতে ‘আনডু’ ফিচার আনতে কাজ করছে টুইটার। সিএনএনের কাছে বিষয়টি নিশ্চিত করে টুইটার জানিয়েছে, কোন পোস্ট অফিসিয়ালি শেয়ার করার আগে তা সংশোধন করতে বা বাতিল করতে গ্রাহকদের সুবিধা দিবে তারা।
এই ফিচারের বিষয়টি সামনে এনেছে সামাজিক মাধ্যমের খবর আগে প্রকাশ করায় খ্যাতি অর্জন করা অ্যাপ ডেভলেপর জেন মচুন ওং। নিজের টুইটার অ্যাকাউন্টে জেন একটি জিআইএফ শেয়ার করেছে যেখানে ফিচারটি কীভাবে কাজ করছে তা দেখানো হয়।
গ্রাহকের প্রত্যাশা মতো ‘এডিট’ অপশন চালু না করলেও নতুন ফিচারটি গ্রাহকদের সন্তুষ্ট করতে পারবে বলেই টুইটারের ধারণা।
গত বছর টুইটার তার বিনিয়োগকারীদের জানিয়ে দেয়, গ্রাহকদের জন্য সাবসক্রাইব করার ব্যবস্থা রাখতে চায় প্রতিষ্ঠান। যারা নির্দিষ্ট পরিমান অর্থ ব্যয় করবেন তারা আলাদা কিছু সার্ভিস পাবেন। যেখানে ভুল সংশোধনের সুবিধাও থাকবে। ২০২৩ সালের মধ্যে রাজস্ব দ্বিগুণ করার প্রক্রিয়া চলছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।