আড়াই কিলোমিটারের সেফটিপিন চেইন, গিনেস বুকে পার্থ চন্দ্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার আপডেট: ০৭:৩৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার
সোনালি রঙের সেফটিপিন দিয়ে বিশ্বের সবচেয়ে বড় চেইন তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পার্থ চন্দ্র দেব।
তার তৈরি চেইন ২ হাজার ৪০১ দশমিক ৮৩ মিটার বা ৭ হাজার ৮৮০ ফুট শূন্য দশমিক ২ ইঞ্চি অর্থাৎ প্রায় আড়াই কিলোমিটারের সমান লম্বা। এই চেইন তৈরিতে ব্যবহার করা হয় ১ লাখ ৮৭ হাজার ৮২৩টি সেফটিপিন।
গত ১৭ সেপ্টেম্বর ডাকযোগে স্বীকৃতির সনদ তার হাতে পৌঁছায়। এর মধ্যদিয়ে তিনি ২০১৮ সালে করা ভারতের হার্শা নান ও নাভা নামের দুজনের তৈরি করা রেকর্ড ভাঙেন।