তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে জেরার্ড পিকে
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৫৭ এএম, ৬ মার্চ ২০২১ শনিবার
তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে জেরার্ড পিকে
ইনজুরির কারণে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে'কে। কোপা ডেল রে সেমিফাইনালে সেভিয়ার বিপক্ষ অতিরিক্ত সময়ে হাঁটুতে চোট পান সাবেক এই স্প্যানিশ ডিফেন্ডার। ম্যাচে ৯৩ মিনিটে হেড থেকে গোল করে দলকে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করেন পিকে।
এপ্রিল পর্যন্ত পিকে মাঠে থাকতে না পারায় লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগে গুরুত্বপূর্ণ কয়েলটি ম্যাচে পাওয়া যাবেনা ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে। লা লিগায় ওসাসুনা, হুয়েস্কা, রিয়াল সোসিয়েদাদ ও চ্যাম্পিয়ন্স লীগে প্যারিস সেইন্ট জার্মেই এর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলবেন না পিকে।
আন্তর্জাতিক ফুটবল থাকায় এপ্রিলের শেষ দিকে কিছুটা বিরতি পাবেন জেরার্ড পিকে। এপ্রিলের ৪ তারিখ রিয়াল ভেলাদোলিদের বিপক্ষে ম্যাচে ফিরতে পারবেন তিনি। যার এক সপ্তাহ পরেই মাঠে গড়াবে এল ক্লাসিকো।