অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফাহিম সালেহর সাবেক ব্যক্তিগত সহকারী গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৪ এএম, ১৮ জুলাই ২০২০ শনিবার  

অর্থ-আত্মসাতের জেরে প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম সালেহকে তার ব্যক্তিগত সহকারী হত্যা করেছে এমনটাই ভাবছে নিউ ইয়র্ক পুলিশ। নৃশংস এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফাহিমের সাবেক ব্যক্তিগত সহকারী টাইরিস ডেভন হাসপিলকে (২১)। ডেইলি মেইলের খবরে বলা হয়, গোয়েন্দারা ধারণা করছেন অভিযুক্ত টাইরিস ফাহিমের লাখ লাখ ডলার হাতিয়ে নেয়। যখন ফাহিম বিষয়টি বুঝতে পারেন তখন টাইরিসকে পুলিশে দেননি। বরং টাইরিস অর্থ ফিরিয়ে দেবে এমনটাই সমঝোতা হয় তাদের। কিন্তু ফাহিম সালেহকে হত্যার পথ বেছে নেয় টাইরিস। গোয়েন্দারা আরো বলছেন, হয়তো ফাহিমকে সোমবার হত্যা করা হয়েছিল। মঙ্গলবার খুনি ফ্ল্যাটে ফিরে যায় ও মরদেহ আড়াল করার চেষ্টা করে। টাইরিস ডেভনকে আনুষ্ঠানিকভাবে সেকেন্ড ডিগ্রি মার্ডারে অভিযুক্ত করা হতে পারে।