অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৯ বছরের শিশুর কিলিমাঞ্জারো জয়

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৬:১১ পিএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার  

আফ্রিকার সব্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো জয় করেছে ভারতের নয় বছর বয়সী এক শিশু। কাদাপালা রিদভিকা শ্রী নামের এই শিশুর জন্ম অন্ধ্র প্রদেশের অনন্তপুর গ্রামে। 

বাবা ও গাইডদের সাথে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এই শিশু সমুদ্রপৃষ্ট থেকে ৫হাজার ৬৮১ মিটার উচ্চতার গিলমান্স পয়েন্টে পৌঁছায় মাত্র সাত দিনে। 

তানজানিয়ায় অবস্থিত কিলিমাঞ্জারো একটি সুপ্ত আগ্নেয়গিরি। যার উচ্চতা ৫ হাজার ৮৯৫ মিটার। এই পর্বতের তিন সামিটের একটি গিলমান্স। এই পয়েন্টে আসতে পারলেই সবাইকে কিলিমাঞ্জারো জয়ের শংসাপত্র দেয়া হয়। 

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, রিদভিকার বাবা কাদালাপা শংকর একজন ক্রিকেট কোচ ও অনন্তপুরের স্পেশাল অলিম্পিকের স্পোর্টস কো-অর্ডিনেটর। তিনি গতবছরও কিলিমাঞ্জারো জয় করেন এবং এবার সাথে করে নিজের মেয়েকে নিয়ে যান। 

কিলিমাঞ্জারো জয়ের আগে তেলেঙ্গানার পর্বতারোহন স্কুল থেকে লেভেল-১ ও লাদাখ থেকে লেভেল-২ ট্রেনিং নেয় রিদভিকা।