শেষ মুহুর্তের গোলে হার এড়ালো রিয়াল
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:০০ এএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার
৮৯ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।
রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিলো অ্যাতলেটিকোর সাথে ব্যবধান কমানোর। লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে সে সুযোগ নিতে পারেনি জিদানের শিষ্যরা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হারতে বসা ম্যাচে শেষ মুহুর্তের গোলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
সোমবার (১ মার্চ) রাতে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে শেষ হয়েছে রিয়ালের ম্যাচ। দ্বিতীয়ার্ধের শুরুতে সোসিয়েদাদের হয়ে গোলটি করেন পোর্তু। আর শেষ মুহুর্তে রিয়ালকে সমতায় আনেন লস ব্লাঙ্কোসদের হয়ে শততম ম্যাচ খেলতে নামা ভিনিসিয়াস জুনিয়র।
প্রথমার্ধে উভয় দলই বেশ কয়েকটি সুযোগ পায়। তবে সেগুলো কাজে লাগাতে পারেনি। ৫৫ মিনিটের দারুণ এক হেডে গোলমুখ খোলেন পোর্তু। নাচো মনরিয়েলের ক্রসে মাথা ছোঁয়ান এই স্ট্রাইকার। ক্রসবারে লেগে ঠিকানায় যায় বল।
আর ৮৯ মিনিটের গোল করে রিয়াল শিবিরে স্বস্তি ফেরান ভিনিসিয়াস। লুকাস ভাসকেসের কোনাকুনি পাস থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান এখন তৃতীয়। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে বার্সেলোনার অবস্থান দ্বিতীয়। আর এক ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ ৫৮ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।