অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে কী? আজ জানাবেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৮:০৪ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার   আপডেট: ০২:৩১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার

শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন ডেকেছেন বুধবার (৩০ সেপ্টেম্বর)। এ সম্মেলনে করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটিসহ শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলবেন তিনি।

যদিও দিন কয়েক আগে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরেক দফায় বাড়ার ইঙ্গিত দিয়েছে। কারণ সরকার মনে করছে, এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। তবে তারা এও বলেছে, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে কওমি মাদ্রাসা ছাড়া ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। বাংলাদেশে মার্চ মাসের আট তারিখে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হবার পর ১৬ই মার্চ সরকার ঘোষণা দেয়,১৭ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল,কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরবর্তীতে তিন দফায় তা প্রথমে ৯ এপ্রিল, ৩১ আগস্ট হয়ে ৩ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়। 

এ ছাড়াও চলতি বছরের  এপ্রিলের ১ তারিখ থেকে শুরুর জন্য নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও  স্থগিত করা হয়। 

তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সংসদ টেলিভিশনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য 'আমার ঘরে আমার স্কুল'এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 'ঘরে বসে শিখি'শিরোনামে ক্লাস নেওয়া হচ্ছে।