মোরগের ছুরিকাঘাতে মালিক নিহত
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রোববার
মোরগটিকে প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হবে। ফাইল ছবি
ভারতের তেলেঙ্গানা রাজ্যের লোথুনুর গ্রামে চলছিল মোরগ লড়াইয়ে প্রস্তুতি। সেজন্য মোরগের পায়ে লাগানো হয়েছিল ৩ইঞ্চি লম্বা ছুরি। সে ছুরির আঘাতেই মারা যায় মোরগের মালিক।
ঘটনার দির লড়াই শুরুর আগেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে মোরগটি। সেটাকে ধরতে গিয়ে এক পর্যায়ে কুঁচকি কেটে যায় মালিকের। রক্তক্ষরণ শুরু হলে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যান মোরগটির মালিক।
তারপর থেকে মোরগ লড়াই আয়োজন করা ও অংশ নেয়া ১৫ জনকে খুঁজছে তেলেঙ্গানা পুলিশ। তাদের সবার উপর হত্যা, অবৈধ জুয়া ও মোরগ লড়াই আয়োজনের অভিযোগ আনা হয়েছে।
মোরগটিকে খামারে স্থানান্তরের আগে থানায় রাখা হয়। আদালতে শুনানির সময় সেটিকে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে বলেও জানান স্থানীয় পুলিশ কর্মকর্তা বি জীবন।
১৯৬০ সাল থেকে ভারতে মোরগ লড়াই নিষিদ্ধ করা হলেও তেলেঙ্গানাসহ বেশ কয়েকটি রাজ্যে বিভিন্ন উৎসবে তা আয়োজন করা হয়। আর মোরগের আঘাতে মালিকের মৃত্যু এবারই প্রথম নয়। গতবছরই আন্ধ্রা প্রদেশে এমন ঘটনা হয়েছিল।