স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার আপডেট: ১০:৫৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
দেশের সব স্কুল-কলেজ আগামী ৩০ মার্চ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর দফায় দফায় বেড়েছে ছুটির মেয়াদ।
করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি চালু এবং সংক্রমণের হার কমে আসায় স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হলো।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিল রোববার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। নতুন সিদ্ধান্তে বন্ধ আরো একমাস বাড়লো। তবে এবারে ঘোষণায় ছুটি পেছানো নয় সরাসরি স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত এলো।
খবরে বলা হয়েছে এর আগে গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যালোচনা নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্কুল কলেজ খুলে গেলে রোজায় পুরো মাস বন্ধ না রেখে ঈদের আগে কিছু দিন ছুটি দেওয়া হবে, এমনটাই জানান শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।