৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার আপডেট: ১১:৩৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের ৯১ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
এক টেলিভিশন বার্তায় কুয়েতের রাজকীয় বিষয়ক মন্ত্রী শেখ আলী যারা আল সাবা বলেন, গভীর দুঃখ ও বেদনার সঙ্গে আমরা স্টেট অফ কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল জাবের এর জন্য শোক প্রকাশ করছি।
১৯২৯ সালে জন্মগ্রহণ করেছিলেন শেখ সাবাহ। তাকে বলা হতো আধুনিক কুয়েত'র বিদেশ নীতির স্থপতি, শান্তির কারিগর।
১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ৪০ বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৩ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। ২০০৬ সালে শেখ জাবের আল সাবাহর মৃত্যুর পর কুয়েতের আমির হন।
দীর্ঘ সময় ধরে বিপত্নিক শেখ সাবাহ দার সালওয়াহ প্রাসাদে মেয়ে সালওয়াহর সঙ্গে থাকতেন। ২০০২ সালে তার এই মেয়ে ক্যান্সারে মারা যান। তার দুই ছেলে রয়েছেন।